Best html CSS code

তৃতীয় অধ্যায় ২য় অংশ ডিজিটাল ডিভাইস : Live Chat
Live Chat


MY FIRST WEB PAGE DESIGN

BY SUBIR BISWAS


SOURCE INFORMATION = "TUSHAR SIR"


মৌলিক লজিক গেট ব্যাখ্যা কর।

সমাধান:

***যে সকল ইলেকট্রিক সার্কিটে বুলিয়ান প্রক্রিয়ার যোগ, গুণ ও পুরকের কাজ করা হয় তাকে মৌলিক লজিক গেইট বলা হয়।***

***মৌলিক লজিক গেইট তিন প্রকার***
যথা:

  1. OR GATE (যোগের বর্তনী)

  2. AND GATE (গুনের বর্তনী)

  3. NOT GATE (পূরকের বর্তনী)

***OR GATE ব্যাখ্যা কর ***

***সমাধান : যে গেইটে দুই বা ততোধিক ইনপুট থেকে একটি মাত্র আউপুট পাওয়া যায়, যার আউটপুট ইনপুট গুলোর যৌক্তিক যোগের সমান তাকে OR GATE বলে ৷***

***OR GATE এর যেকোনো ইনপুট মান ১ হলেই আউটপু মান ১ হবে এবং সকল ইনপুট মান ০ হলে আউপুট মান O হয়।***

একটি OR GATE এর দুইটি ইনপুট A ও B হলে আউটপুট সমীকরণ হয় , x = A+ B

নিচে একটি OR GATE এর সত্যক সারনী দেখানো হলো:

X=A+B
INPUT OUTPUT
A B X=A+B
0 0 0
0 1 1
1 0 1
1 1 1

***AND GATE ব্যাখ্যা কর ***

*** সমাধান:যে গেইটে দুই বা ততোধিক ইনপুট থেকে একটি মাত্র আউপুট পাওয়া যায়, যার আউটপুট ইনপুট গুলোর যৌক্তিক গুণের সমান তাকে AND GATE বলে ৷

*** AND GATE এর যেকোনো ইনপুট মান ০ হলেই আউটপুট মান ০ হবে এবং সকল ইনপুট মান ১ হলে আউপুট মান ১ হয়।

একটি AND GATE এর দুইটি ইনপুট A ও B হলে আউটপুট সমীকরণ হয় , x = AB

নিচে একটি AND GATE এর সত্যক সারনী দেখানো হলো:

X=AB
INPUT OUTPUT
A B X=AB
0 0 0
0 1 0
1 0 0
1 1 1

*** NOT GATE ব্যাখ্যা কর ।***

***যে গেইটে ১টি মাত্র ইনপুট থেকে একটি মাত্র আউপুট পাওয়া যায় ৷ যার আউটপুট ইনপুটের বিপরীত, তাকে NOT GATE বলে ,***

***NOT GATE এ ইনপুট মান O হলে আউপুট মান ১ এবং ইনপুট ১ হলে আউপুট মান o হয় ৷***

একটি NOT GATE এর ইনপুট মান A হলে আউপুট সমীকরণ হয় ,X = A-

নিচে একটি NOT GATE এর সত্যক সারণী দেখানো হলো :

X=A-
INPUT OUTPUT
A X=A-
0 1
1 0

এনকোডার


এনকোডার কি?

একটি 8 to 3 লাইন এনকোডার সত্যক সারণী, সমীকরণ ব্যাখ্যা কর


  1. এনকোডার হলো একটি ডিজিটাল যুক্তিবর্তনী ৷যে বর্তনীর সাহায্যে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয় তাকে এনকোডার বলে ৷


  2. অর্থাৎ এনকোডার আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় রাপান্তর করে ৷


  3. এনকোডার আলফানিউমেরিক বর্ণকে ASCll তে রূপন্তর করে ৷


  4. একটি এনকোডারে 2n সংখ্যক ইনপুট থেকে n সংখ্যাক আউটপুট পাওয়া যায় ৷


  5. নিচে অক্টাল এনকোডারে সত্যক সারণী, সামীকরণ দেখানো হলো:



ENCODER
input output
D0 D1 D2 D3 D4 D5 D6 D7 A B C
1 0 0 0 0 0 0 0 0 0 0
0 1 0 0 0 0 0 0 0 0 1
0 0 1 0 0 0 0 0 0 1 0
0 0 0 1 0 0 0 0 0 1 1
0 0 0 0 1 0 0 0 1 0 0
0 0 0 0 0 1 0 0 1 0 1
0 0 0 0 0 0 1 0 1 1 0
0 0 0 0 0 0 0 1 1 1 1

সমীকরণ :

  • A = D4+D5+D6+D7
  • B = D2+D6+D7+D7
  • C = D1+D3+D5+D7

ডিকোডার


ডিকোডার কি?

একটি 3 to 8 লাইন ডিকোডার সত্যক সারণী, সমীকরণ ব্যাখ্যা কর ৷


  1. ডিকোডার হলো একটি ডিজিটাল যুক্তিবর্তনী ৷ যা এনকোডারের বিপরীত বর্তনী হিসেবে কাজ করে ৷


  2. যে বর্তনীর সাহায্যে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয় তাকে ডিকোডার বলে ৷



  3. অর্থাৎ ডিকোডার কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রাপান্তর করে ৷


  4. ডিকোডার কম্পিউটারের বিভিন্ন আউটপুট ডিভাইস যেমন মনিটর, প্রিন্টার , স্পিকার ইত্যাদির সাথে লাগানো থাকে ৷


  5. একটি ডিকোডারে n সংখ্যক ইনপুট থেকে 2n সংখ্যাক আউটপুট পাওয়া যায় ৷


  6. নিচে একটি ডিকোডারে সত্যক সারণী, সামীকরণ দেখানো হলো:



DECODER
input output
A B C D0 D1 D2 D3 D4 D5 D6 D7
0 0 0 1 0 0 0 0 0 0 0
0 0 1 0 1 0 0 0 0 0 0
0 1 0 0 0 1 0 0 0 0 0
0 1 1 0 0 0 1 0 0 0 0
1 0 0 0 0 0 0 1 0 0 0
1 0 1 0 0 0 0 0 1 0 0
1 1 1 0 0 0 0 0 0 1 0
1 1 1 0 0 0 0 0 0 0 1

সমীকরণ :

  • D0=A-B-C-

  • D1=A-B-C

  • D2=A-BC-

  • D3=A-BC

  • D4=AB-C-

  • D5=AB-C

  • D6=ABC-

  • D7=ABC


এখানে উল্লেখ্য যে ( - ) এই চিহ্ন দ্বারা পূরক বোঝানো হয়েছে।।


Dear friends Thanks for visiting this web page



DIRECTOR BY SUBIR BISWAS

©SUBIR BISWAS NO COPY RIGHT
(2023 ............)

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন