আইসিটি 11- 12 class chapter 3

তৃতীয় অধ্যায় ২য় অংশ - ডিজিটাল ডিভাইস
Live Chat

MY FIRST WEB PAGE DESIGN

BY SUBIR BISWAS

SOURCE INFORMATION = "SUBIR BISWAS"

মৌলিক লজিক গেট ব্যাখ্যা কর

সমাধান: যে সকল ইলেকট্রিক সার্কিটে বুলিয়ান প্রক্রিয়ার যোগ, গুণ ও পুরকের কাজ করা হয় তাকে মৌলিক লজিক গেইট বলা হয়।

মৌলিক লজিক গেইট তিন প্রকার:

  1. OR GATE (যোগের বর্তনী)
  2. AND GATE (গুনের বর্তনী)
  3. NOT GATE (পূরকের বর্তনী)
*** OR GATE ব্যাখ্যা কর ***

সমাধান: যে গেইটে দুই বা ততোধিক ইনপুট থেকে একটি মাত্র আউপুট পাওয়া যায়, যার আউটপুট ইনপুট গুলোর যৌক্তিক যোগের সমান, তাকে OR GATE বলে।

OR GATE এর যেকোনো ইনপুট মান ১ হলেই আউটপুট ১ হয়। সব ইনপুট ০ হলে আউটপুট ০ হয়।

সমীকরণ: X = A + B

সত্যক সারনী:

X = A + B
INPUTOUTPUT
ABX
000
011
101
111
*** AND GATE ব্যাখ্যা কর ***

সমাধান: যে গেইটে দুই বা ততোধিক ইনপুট থেকে একটি মাত্র আউপুট পাওয়া যায়, যার আউটপুট ইনপুট গুলোর যৌক্তিক গুণের সমান, তাকে AND GATE বলে।

যেকোনো ইনপুট ০ হলেই আউটপুট ০। সব ইনপুট ১ হলে আউটপুট ১ হয়।

সমীকরণ: X = A × B

সত্যক সারনী:

X = A × B
INPUTOUTPUT
ABX
000
010
100
111
*** NOT GATE ব্যাখ্যা কর ***

সমাধান: যে গেইটে একটি মাত্র ইনপুট থাকে এবং আউটপুট হয় ইনপুটের বিপরীত, তাকে NOT GATE বলে।

ইনপুট ০ হলে আউটপুট ১, ইনপুট ১ হলে আউটপুট ০।

সমীকরণ: X = A̅

সত্যক সারনী:

X = A̅
INPUTOUTPUT
01
10
Live Chat

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন