আবেদনপত্র লেখার নিয়ম
১। আবেদনকারীর ঠিকানা উপরের ডানদিকে লিখতে হবে।
২। প্রাপকের পদবী ও প্রতিষ্ঠানের নাম ঠিকানাসহ লিখতে হবে।
৩। "বিষয়" অংশে সংক্ষেপে আবেদনপত্রের মূল বিষয়টি উল্লেখ করতে হয়।
৪। সম্ভাষণ লিখতে হয়, যেমন - "বিনীত নিবেদন এই যে,"
৫। মূল বক্তব্য ২-৩টি প্যারাগ্রাফে পরিষ্কারভাবে উপস্থাপন করতে হয়।
৬। শেষ অনুচ্ছেদে সম্মান রেখে অনুরোধ জানিয়ে শেষ করতে হয়।
৭। “আপনার আজ্ঞাবহ/বিশ্বস্ত” লিখে নাম ও তারিখ দিতে হয়।